নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ-সেতু বন্ধন ফাউন্ডেশনের-প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় দে
নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ
নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং ওমিক্রন মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সেতু বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সদরের কলোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ।
বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সুজাউদ্দিন, শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কুমার বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজীর আলী, কবি বিপুল বিশ্বাস, সজীব বিশ্বাস, সেতু বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক মনোজিত পাল, ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক ফরহাদ খান, সহ-সভাপতি লিটন বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক নারায়ন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পিযুষ বিশ্বাস ও অনুষ্ঠান পরিচালক সুশেন বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের যুগ্মসাধারণ সম্পাদক নিউটন মোল্যা, সদস্য শরিফুল ইসলাম, রওশন মোল্যা, সুখেন বিশ্বাস, প্রবাল মল্লিক, শুভ মুখার্জি, মিলন মজুমদার, জগন্নাথ কর্মকার, দিনরাজ বিশ্বাস, এনামুল মোল্যা, অনুপম মোল্যা, অলোক রাম, জনি বিশ্বাস, প্রদীপ সান্ন্যাল, ঈশান দে, তপু সান্ন্যালসহ বিভিন্ন পেশার মানুষ।
No comments
Post a Comment