Header Ads

+8801713-910587 / +8801913-910587

#পরিচ্ছন্ন_ক্যাম্পেইন#

#পরিচ্ছন্ন_ক্যাম্পেইন#

করোনা মহামারীর প্রদুর্ভাবে নাগরিক জীবন বিপর্যস্ত। ভাবুন তো, এমন সময়ে যদি ডেঙ্গু হানা দেয়। তাহলে পরিবেশটা কেমন হবে?
করোনার ধক্কল সামলাতে গিয়েই যেখানে স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছে। সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে অবস্থাটা একেবারেই অায়ত্তের বাইরে চলে যাবে। অার তাই অামাদেরকে সুস্থ্য থাকতে হলে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
অামাদের নিজের বাড়ির চারপাশটা পরিস্কার রাখার দায়িত্ব অামাদের। এই বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যেই অামরা একটি অনলাইন ক্যাম্পেইনের ডাক দিচ্ছি। অামরা সকলে যার যার বাড়ির অাঙ্গিনা পরিস্কার করব। অার ছবি তুলে তা ফেসবুকে অাপলোড করব। এতে সচেতন হতে পারে অাপনার চারপাশের মানুষগুলো। সকলের বাড়ির অাঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন থাকলেই কেবল অামরা ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে পারি। তাই সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করার লক্ষ্যে অাপনার পরিস্কার অভিযানের ছবি তুলে ফেসবুকে পোস্ট করুন। যারা সর্বোচ্চ লাইক কমেন্ট পাবেন, তাদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে "সেতু বন্ধন সমবায় সমিতির"-এর পক্ষ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
১. নিজের বাড়ির অাঙিনা পরিস্কার করার সময় ছবি তুলে "সেতু বন্ধন সমবায় সমিতির" ফেসবুক পেজটি তে ও নিজের টাইমলাইনে পোস্ট করুন।
২. এই লেখাটি সম্পূর্ণ কপি করে অবশ্যই ছবির সাথে জুড়ে দেবেন। সহজ কথায় বলতে গেলে লেখা একই থাকবে। শুধু এর সাথে যার যার ছবি জুড়ে দিয়ে পোস্ট করবেন।
৩. লক্ষ্য রাখবেন, যেনো পোস্টের উপরে দেয়া হ্যাশট্যাগটি ঠিক থাকে। হ্যাশট্যাগ ঠিক থাকলেই কেবল অাপনি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবেন। অন্যথায় অাপনার পোস্টটি অামরা খুঁজে না-ও পেতে পারি।
অাসুন উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিচ্ছন্নতার অান্দোলন গড়ে তুলি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ: ৩০-০৮-২০২০ইং পর্যন্ত।
পোস্টে এটা লিখে দাও
অাহ্বানে: বিজয় দে (প্রতিষ্ঠাতা, সেতু বন্ধন )

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.