উদ্যোক্তা হতে হাজার হাজার টাকা লাগে না, লাগে শুধু মনোবল
উদ্যোক্তা হতে হাজার হাজার টাকা লাগে না, লাগে শুধু মনোবল
আজকের এই লেখাটি হতে পারে হাজারো উদ্যোক্তার অনুপ্রেরণা, জীর্ন শীর্ণ পোশাক পরা ছবির এই ভদ্র মহিলার নাম নীলা আফরোজ খুকি।কযেকদিন আগে বেসরকারি চ্যানেলে দেশ টিভিতে একটি প্রতিবেদন হয়েছিল তাকে নিয়ে।
খুকি! রাজশাহী শহরে পাগল বলে জানে সবাই।আসলেই কি সে পাগল? না সে মোটেও পাগল নয়,সহজ সরল মানবতাবাদী একজন নারী উদ্যোক্তা।
চলুন জেনে নেই মানবতাবাদী এই নারী উদ্যোক্তার উদ্যোক্তা হযে ওঠার গল্প।
কিশোরি বয়সেই বিয়ে হয়েছিল সত্তর বছরের এক বৃদ্ধের সংগে, বিয়ের এক মাসের মাথায স্বামীর মৃত্যুতে বিধবা হন খুকি, তারপর আর শ্বশুর বাড়ীর ভাত আর খাওয়া হয়নি খুকির, ভাইদের আপত্তিতে বাবার বাড়ীতেও জায়গা হয়নি তার, সেই থেকে একটু পাগলাটে হয়ে যান খুকি, একদিন রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সেটি ফেরত দিলে ১৫০টাকা বকশিশ দেন মানিব্যাগের মালিক। এই ১৫০ টাকা দিয়েই লেগে পড়েন পেপার বিক্রির কাজে। সারাদিনে আয় করেন ৩০০ টাকা, যা দিয়ে ভালভাবেই যাওয়ার কথা তার দিন, কিন্তু না মহানুভব এই মানুষটি সম্পুর্ণ খরচ করেন না নিজের জন্য,।
তার উপার্জনের ৩০০ টাকা থেকে তিনি
৪০ টাকা খরচ করেন নিজের জন্য।
১০০ টাকা এতিমখানায় দান করেন।
৫০ টাকা মসজিদ মন্দিরে দান করেন।
১০ টাকা ভিক্ষুককে দেন।
১০০ টাকা জমা রাখেন নিজের হজ্বের জন্য।
শুধু কি তাই তার জমানো টাকায় ৬ টি শেলাই মেশিন কিনে দিয়েছেন গরিব মহিলাদের , ৩ টি গরু কিনে দিয়েছেন হিন্দু বিধবাদের তারা যাতে দুধ বিক্রি করে নিজের ভরণপোষন করতে পারেন ,তাদেরকে যেন খুকির মত রাস্তায নামতে না হয়।
পরিতাপের বিষয় হচ্ছে এতকিছু জেনেও কিছু বখাটের দল তার কাছ থেকে ছিনিয়ে নেয় টাকা পযসা ,মারধর করে তাকে।
সাক্ষাৎকারে শেষের দিকে হাসি মাখা মুখে আক্ষেপ করে বলেছিল কি হবে এই সাক্ষাৎকার নিয়ে, কেউ তো আমাকে সাহায্য করতে আসবে না।
স্যালুট বোন তোমাকে, তুমিই সত্যিকারের উদ্দোক্তা, তোমার কাছেই শিখলাম ১৫০ টাকা দিয়েও উদ্দোক্তা হওয়া যায়, দিনে মাত্র ৩০০ টাকা আয় করেও মসজিদ মন্দিরে দান করা যায়, হজ্বের জন্য টাকা জমানো যায়, তোমার এই সাক্ষাৎকার দেখে উদ্দোক্তা হওয়ার বাসনা বেড়ে গেল হাজারগুন।ভাল থেকো বোন,
No comments
Post a Comment