করোনারভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা
করোনারভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা
করতে এবং জনসাধারণকে অধিক সচেতন করতে।গত (১৫ এপ্রিল) রোজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কাযালয়ের পক্ষ থেকে (মো. জাহিদুল ইসলাম, ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম),দেওয়া করোনার প্রাদূর্ভাবরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জনসাধারণের মধ্যে বিতরণের করা হয়। (১৯ এপ্রিল) রোজ সোমবার । নড়াইলে ৮ নং কলোড়া ইউনিয়নে আগদিয়া শিমুলিয়া মসজিদ মন্দির ও বিভিন্ন জায়গায় পথচারীদের মাঝে মাস্কসহ বিভিন্ন জিনিস বিতরণ করেছে সেতু বন্ধন ফাউন্ডেশন সংগঠনের সকল সদস্য বৃন্দ ।
No comments
Post a Comment